সালাত / নামায
প্রশ্ন : নারীকে ছালাতের সময় মুখ খুলে রাখতে হয়। এক্ষণে সফর অবস্থায় বাসে বা জনবহুল স্থানে ছালাত আদায়ের ক্ষেত্রে করণীয় কি?
উত্তর : এরূপ অবস্থায় নারীরা মুখমন্ডল ঢেকে ছালাত আদায় করবে (ফাতাওয়া লাজনা দায়েমা ১৭/২৫৬)। যেমন হজ্জের সময়ও রাসূলুল্লাহ (ছাঃ)-এর স্ত্রীগণ বেগানা পুরুষ দেখলে মুখ ঢাকতেন (বায়হাকী, সুনানুল কুবরা হা/৮৮৩২; ইরওয়া হা/১০২৩; মিশকাত হা/২৬৯০, সনদ ছহীহ)।
সূত্র: মাসিক আত-তাহরীক।