সালাত / নামায
প্রশ্ন : আমার স্ত্রী অধিকাংশ সময় বসে ছালাত আদায় করে এবং সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাওয়ার ওযর পেশ করে। এরূপ ওযরে অধিকাংশ ওয়াক্তে বসে ছালাত আদায় করলে তা কবুলযোগ্য হবে কি?
উত্তর : ক্লান্তির অজুহাতে ফরয ছালাত নিয়মিতভাবে বসে আদায় করলে তা কবুলযোগ্য হবে না। কেননা ক্বিয়াম ছালাতের অন্যতম রুকন। আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে ছালাত আদায় কর’ (বাক্বারাহ ২/২৩৮)।
বরং ক্লান্তি দূর হওয়ার পরেই ছালাত আদায় করবে। কেননা আয়েশা (রাঃ) বলেন, আমার নিকট বনু আসাদ গোত্রের জনৈকা মহিলা বসেছিলেন। রাসূল (ছাঃ) বললেন, মহিলাটি কে? আমি তার পরিচয় দিয়ে বললাম, উনি সারা রাত্রি ইবাদতে কাটান, ঘুমান না। তখন রাসূল (ছাঃ) রাগতঃ স্বরে বললেন, ছাড়! যতটুকু তোমাদের সাধ্যে কুলায়, ততটুকু ইবাদত করো। কেননা আল্লাহ ক্লান্তি বোধ করেন না, যতক্ষণ না তোমরা ক্লান্ত হও’ (বুখারী হা/১১৫১; মিশকাত হা/১২৪৩)।
সূত্র: মাসিক আত-তাহরীক।