সালাত / নামায
প্রশ্ন : তাহাজ্জুদ ছালাত ছুটে যাওয়ার আশংকায় রাতের প্রথম প্রহরে বিতরের পর যে দুই রাক‘আত ছালাত আদায়ের যে বিধান রয়েছে, তা নিয়মিতভাবে কোন কারণ ছাড়াই আমল করা যাবে কি? এতে তাহাজ্জুদের পূর্ণ নেকী অর্জিত হবে কি?
উত্তর : এভাবে নিয়মিত আমল করা যাবে না। তবে যদি কেউ শেষ রাতে উঠার ব্যাপারে আশংকা করে এবং উঠতে না পারে, তাহ’লে উক্ত ছালাতই
তার জন্য যথেষ্ট হবে (মির‘আত ৪/২৯৮ পৃঃ)।
এছাড়া ঘটনাটি সফরের হ’তে পারে।
কেননা অন্য হাদীছে السهر বা ‘রাত’-এর স্থলে السفر বা ‘সফর’ এসেছে।
রাসূল (ছাঃ) উক্ত আমল সফরে কষ্টকর অবস্থায় করেছেন (দারেমী হা/১৫৯৪; ইবনু হিববান হা/২৫৭৭৮; মিশকাত হা/১২৮৬; ছহীহাহ হা/১৯৯৩)। অতএব এটি সাময়িক আমল হ’তে
পারে, নিয়মিত নয়।
সূত্র: মাসিক আত-তাহরীক।