সালাত / নামায
প্রশ্ন : মসজিদ থেকে বের হওয়ার সময় মুছল্লীদের উদ্দেশ্যে সালাম দিতে হবে কি?
উত্তর : এরূপ আমল রাসূল (ছাঃ), ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীন থেকে প্রমাণিত নয়। তবে মসজিদে প্রবেশের সময় সালাম দেওয়া
যাবে (তিরমিযী, মিশকাত হা/৯৯১)।
আর কোন মজলিসে উপস্থিত হওয়া ও বের হওয়া
উভয়ক্ষেত্রে সালাম দেওয়া যাবে (আল-আদাবুল মুফরাদ হা/১০০৭,১০০৮; মিশকাত
হা/৪৬৬০; ছহীহাহ হা/১৮৩; ‘মজলিসে আগমনের সময় সালাম দেওয়া’ অনুচ্ছেদ)।
সূত্র: মাসিক আত-তাহরীক।