সালাত / নামায
প্রশ্ন : ছালাত অবস্থায় টুপি পড়ে গেলে তুলে নেয়া যাবে কি?
উত্তর : ছালাত অবস্থায় টুপি পড়ে গেলে তুলে নেওয়ার প্রয়োজন নেই। কেননা টুপী ছালাতের
আবশ্যিক পোষাক নয়। তবে তা তুলে নেওয়াতেও দোষ নেই।
কেননা ছালাত অবস্থায় খুশূ-খুযূ বিনষ্ট না করে ছোটখাট কাজ করা যায়। আবু ক্বাতাদা (রাঃ) বলেন, আমি নবী করীম (ছাঃ)-কে দেখেছি, তিনি ছালাতে ইমামতি করছিলেন, আর আবুল ‘আছের
মেয়ে উমামা তাঁর কাঁধে ছিল। তিনি যখন রুকূ‘ করতেন তখন বাচ্চাটি রেখে দিতেন,
আর যখন সিজদা থেকে উঠতেন তখন পুনরায় কাঁধে করে নিতেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/৯৮৪)। উল্লেখ্য, উমামা ছিল রাসূল (ছাঃ)-এর নাতনী।
সূত্র: মাসিক আত-তাহরীক।