সালাত / নামায
প্রশ্ন : অন্ধকার ঘরের মধ্যে ছালাত আদায়ে কোন বাধা আছে কি?
উত্তর : অন্ধকার ঘরে ছালাত আদায়ে কোন বাধা নেই।
রাসূলুল্লাহ (ছাঃ) অন্ধকার ঘরে ছালাত আদায় করেছেন (বুখারী, হা/৩৮২; মুসলিম,
হা/৫১২, ‘ছালাত’ অধ্যায়, ‘সুৎরা’ অনুচ্ছেদ, মিশকাত হা/৭৮৬)।
হা/৫১২, ‘ছালাত’ অধ্যায়, ‘সুৎরা’ অনুচ্ছেদ, মিশকাত হা/৭৮৬)।
তবে সামান্য হলেও আলোকিত স্থানে ছালাত আদায় করা উত্তম। তাতে ক্ষতিকর পোকা-মাকড় থেকে এবং মসজিদে জামা‘আতের ক্ষেত্রে কাতার সোজা না হওয়ার আশংকা থেকে বাঁচা যাবে।
সূত্র: মাসিক আত-তাহরীক।