সালাত / নামায
প্রশ্ন : জেহরী ছালাতে ইমাম আমীন বলতে ভুলে গেলে বা ইচ্ছাকৃতভাবে না বললে মুক্তাদীদের আমীন বলতে হবে কি?
উত্তর : আমীন বলা ইমাম-মুক্তাদী উভয়ের জন্য যরূরী।
এক্ষণে ইমাম আমীন না বললেও মুক্তাদীরা আমীন বলবে।
কারণ রাসূল (ছাঃ) বলেন,
‘যখনই ইমাম ওয়া লাযযা-ল্লীন’ বলবে, তখন তোমরা আমীন বল’। কেননা যার আমীন
ফেরেশতাদের আমীন-এর সঙ্গে মিলে যাবে, তার পূর্বেকার সকল গুনাহ মাফ করা হবে’
(মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৮২৫)।
তবে ইমামের আমীন বলার অপেক্ষা করতে
হবে। যদি তিনি না বলেন, তখন মুক্তাদী আমীন বলবে।
সূত্র: মাসিক আত-তাহরীক।