সালাত / নামায
প্রশ্ন : এক মসজিদে যোহরের ছালাত আদায় করার পর অন্য মসজিদে এসে ইমামতি করলে যেহেতু তার জন্য এটা নফল হবে, সেহেতু মুক্তাদীদের ছালাতও কি নফল হিসাবে গণ্য হবে?
উত্তর : মুক্তাদীদের ছালাত ফরয ছালাত হিসাবেই গণ্য হবে। কারণ নফল ছালাত আদায়কারীর পিছনে ফরয ছালাত আদায় করায় শরী‘আতে কোন বাধা নেই। মু‘আয বিন জাবাল (রাঃ) নবী করীম (ছাঃ)-এর সাথে এশার ছালাত আদায় করে নিজ গোত্রে গিয়ে ঐ একই ছালাতের ইমামতি করতেন এবং এটা তার জন্য নফল ছালাত বলে গণ্য হ’ত (বুখারী হা/৭১১; মুসলিম হা/৪৬৫; মিশকাত হা/১১৫১, ৮৩৩; ছালাতুর রাসূল (ছাঃ) ১৪১ পৃঃ)।
সূত্র: মাসিক আত-তাহরীক।