সালাত / নামায
প্রশ্ন : জামা‘আতে ছালাত আদায়ের গুরুত্ব বেশী, না আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের গুরুত্ব বেশী? দলীলসহ জানিয়ে বাধিত করবেন।
উত্তর : জামা‘আতে ছালাত আদায় এবং আউয়াল ওয়াক্তে ছালাত আদায় দু’টিই সমান যরূরী (বাক্বারাহ ২/৪৩; নিসা ৪/১০২; ইবনু মাজাহ হা/৭৯৩; মিশকাত হা/১০৭৭; বুখারী হা/৫২৭; মিশকাত হা/৫৬৮)।
অতএব আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করে পরে পুনরায় জামা‘আতে অংশগ্রহণ করতে পারেন। তাতে উভয় নেকীই অর্জিত হবে। নবী করীম (ছাঃ) বলেছেন, ‘নেতারা যদি ছালাতের সময়কে মেলে ফেলে বা পিছিয়ে দেয়, তাহ’লে তুমি নির্ধারিত সময়ে ছালাত আদায় করে নাও। যদি পরে তাদেরকে (জামা‘আতে) পাও, তাহ’লে পুনরায় তাদের সাথে ছালাত আদায় কর। এটা তোমার জন্য নফল হবে (মুসলিম হা/৬৪৮, মিশকাত হা/৬০০)।
সূত্র: মাসিক আত-তাহরীক।