সালাত / নামায
প্রশ্ন : ভাড়া পাওয়ার জন্য মসজিদের ছাদে মোবাইল টাওয়ার স্থাপনে কোন বাধা আছে কি?
উত্তর : মোবাইল টাওয়ার গাছ-পালা ও জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই অর্থের
প্রয়োজনে এরূপ ক্ষতিকর বস্ত্ত স্থাপন করা হ’তে বিরত থাকা আবশ্যক (দ্রঃ ‘সম্পাদকীয়’ জুন ২০১৪)।
সূত্র: মাসিক আত-তাহরীক।