সালাত / নামায
ছবিযুক্ত পোশাক পরে নামায বৈধ কি?
প্রশ্নঃ ছবিযুক্ত পোশাক পরে নামায বৈধ কি?
উত্তরঃ আলহামদু লিল্লাহ।
প্রাণী, মূর্তি, ত্রিশূল, ক্রুশ ইত্যাদির ছবিযুক্ত অথবা বিভিন্ন লেখাযুক্ত পোশাক পরে নামায বৈধ নয়। এমন ছবিযুক্ত পোশাক পরে নামায বৈধ নয়, যাতে নিজের অথবা অপরের দৃষ্টি ও মন আকৃষ্ট হয়। ( ইবনে জিবরীন)
সূত্র: দ্বীনি প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী