সালাত / নামায

দুই ঈদের নামাযের হুকুম

প্রশ্ন: ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামায নামায কি ফরয; নাকি সুন্নত? যে ব্যক্তি এ নামায পড়ে না তার কি কি গুনাহ হবে?

উত্তর: আলহামদুলিল্লাহ।

ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযদ্বয় ‘ফরযে-কিফায়া’। কিছু কিছু আলেমের মতে, এ নামাযদ্বয় জুমার নামাযের ন্যায় ‘ফরযে-আইন’। সুতরাং কোন মুমিনের জন্য এ নামাযদ্বয় ছেড়ে দেয়া উচিত নয়।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

সুত্র: Islamqa.info

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button