কুরবানী
প্রশ্ন : খুনছা তথা হিজড়া ছাগল বা গরু দ্বারা কুরবানী করা যাবে কি?
উত্তর : হিজড়া গরু বা ছাগল দ্বারা কুরবানী করা যাবে, যদি তার দ্বারা গোশত দূষিত বা
দুর্গন্ধযুক্ত না হয়। রাসূল (ছাঃ) কুরবানীর প্রাণীর যে সকল দোষ বর্ণনা করেছেন তার মধ্যে হিজড়া অন্তর্ভুক্ত নয়। ইমাম নববী (রহঃ) বলেন, হিজড়া পশু
দ্বারা কুরবানী হবে (হাত্তাব আল-মালেকী, মাওয়াহিবুল জালীল ৪/৩৬৪)।
দুর্গন্ধযুক্ত না হয়। রাসূল (ছাঃ) কুরবানীর প্রাণীর যে সকল দোষ বর্ণনা করেছেন তার মধ্যে হিজড়া অন্তর্ভুক্ত নয়। ইমাম নববী (রহঃ) বলেন, হিজড়া পশু
দ্বারা কুরবানী হবে (হাত্তাব আল-মালেকী, মাওয়াহিবুল জালীল ৪/৩৬৪)।
সাধারণতঃ মানুষ, গরু ও উটের মধ্যে হিজড়া হয়। অন্য কোন প্রাণীর মধ্যে হয় বলে জানা যায় না।
সূত্র: মাসিক আত-তাহরীক।