কুরবানী বিষয়ক প্রশ্নোত্তর
- প্রশ্ন : ছয় মাসের ভেড়া কুরবানী করা যাবে কি?
- প্রশ্ন : পশুর শরীরে টিউমার থাকলে কিংবা অর্ধেক শিং ভাঙ্গা থাকলে তা দ্বারা কুরবানী দেওয়া যাবে কী?
- প্রশ্ন : গরীব-মিসকীনদের নিকট কুরবানীর গোশত পৌঁছানোর জন্য কোন সংস্থায় সহায়তা করা যাবে কি?
- প্রশ্ন : আমি নিয়মিত ত্রিশ-চল্লিশ হাজার টাকার মধ্যে কুরবানী করি। এ বছর আমি কুরবানীর জন্য একটি গরু মানত করেছি। যখন গরুটি ক্রয় করেছিলাম তখন তার মূল্য ছিল ৩০,০০০ টাকা। কিন্ত বর্তমানে গরুটি অনেক মোটাতাজা হয়েছে, যার মূল্য এখন প্রায় দেড় লাখেরও বেশি। যদিও আমার সামর্থ্য এত না। এখন গরুটি বিক্রয় করে আমার সামর্থ্যরে মধ্যে অন্য প্রাণী কুরবানী করতে পারব কি?
- প্রশ্ন : মহিলারা কি কুরবানীর পশু যব্হ করতে পারে?
- প্রশ্ন : কুরবানীর চামড়ার টাকা কিভাবে বণ্টন করতে হবে?
- প্রশ্ন : বিভিন্ন এলাকায় ফিতরা ও কুরবানীর অর্থ থেকে ইমাম-মুওয়াযযিনের বেতন দেয়া হয়। এটা কি সঠিক?
- প্রশ্ন : কুরবানীর গোশত কয় ভাগ করতে হবে?
- প্রশ্ন : কুরবানী করার সময় কোন্ দু‘আ পড়তে হবে?
- প্রশ্ন : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি?