কুরআন ও কুরআনের জ্ঞানসমূহ

প্রশ্ন : রেহাল না থাকায় মসজিদের মেঝেতে কুরআন রেখে তেলাওয়াত করা যাবে কি?

উত্তর : না। বরং কুরআনকে সসম্মানে উঁচু স্থানে রেখে তেলাওয়াত করতে হবে।

আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন, একবার ইহূদীদের একটি দল রাসূল (ছাঃ)-এর নিকটে যেনার ফয়ছালা গ্রহণের জন্য আসলে রাসূল (ছাঃ) তাদেরকে তওরাতের একটি কপি আনতে বলেন। এসময় তারা রাসূল (ছাঃ)-এর বসার জন্য একটি বালিশ এনে রেখেছিল। ইতিমধ্যে তওরাত আনা হ’লে তিনি বালিশটি টেনে নিয়ে তার উপর তওরাত রাখলেন’ (আবুদাঊদ হা/৪৪৪৯; ইরওয়া ৫/৯৪, সনদ হাসান)

তবে বাধ্যগত অবস্থায় এরূপ করা যায়, যদি স্থানটি পবিত্র হয়। আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ)-কে জনৈক ব্যক্তি বিছানার উপর কুরআন রাখার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি তাতে সম্মতি দেন (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/১৩৩১)

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button