কুরআন ও কুরআনের জ্ঞানসমূহ

প্রশ্ন : জাহান্নামের বর্ণনা সংক্রান্ত হৃদয়ে ভীতি সঞ্চারকারী কিছু আয়াত জানতে চাই। যাতে তা অর্থসহ মুখস্থ করে আমি ছালাতে পড়তে পারি।

উত্তর : মাক্কী সূরাগুলির প্রায় সবই জাহান্নামের ভীতি সঞ্চারকারী। এজন্য তাফসীরুল কুরআন ৩০তম পারা নিয়মিত পাঠ করুন। এছাড়াও নিম্নোক্ত আয়াতগুলি অর্থ সহ পাঠ করুন। যেমন সূরা বাক্বারাহ ২/১৬১-১৬২, ১৬৬-১৬৭, ১৭৪-১৭৫,

আলে ইমরান ৩/১০, ১৬২, ১৮৫, ১৯৬-১৯৭,

নিসা ৪/১৪, ২৯-৩০, ৫৬, ১৫৬-১৫৮,

মায়েদা ৫/৩৬-৩৭, ৫৭-৫৮,৭২-৭৭,

আন‘আম ৬/২৭-৩১,

আ‘রাফ ৭/৩৬-৫১ ও ১৭৯,

ইউনুস ১০/৪, ৭-৮ ও ২৭,

হূদ ১১/১০৫-১০৯, ১১৩, ১১৮-১১৯,

রা‘দ ১৩/৫, ১৮,

ইবরাহীম ১৪/৪৮-৫২,

হিজর ১৫/৪৩-৪৪, নাহল ১৬/২৮-২৯,

মারিয়াম ১৯/৬৯-৭২,

আম্বিয়া ২১/৯৭-১০০,

হজ্জ ২২/৯-১০, ১৯-২২,

শু‘আরা ২৬/৯১-১০৩,

নামল ২৭/৯০,

ফাত্বির ৩৫/৩৬-৩৭,

ইয়াসীন ৩৬/৫৯-৬৭,

ছাফফাত ৩৭/৬২-৭০,

ছোয়াদ ৩৮/৫৫-৬৪,

যুমার ৩৯/৭১-৭২,

যুখরুফ ৪৩/৭৪-৭৭,

দুখান ৪৪/৪০-৫০,

ফুছছিলাত ৪১/২৪-৩০,

ওয়াক্বি‘আহ ৫৬/৪১-৫৬,

মুলক ৬৭/৬-১১,

হাক্কাহ ৬৯/২৫-৩৮,

মুদ্দাছছির ৭৪/২৬-৫৬ ইত্যাদি।

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button