কুরআন ও কুরআনের জ্ঞানসমূহ

প্রশ্ন : সূরা আ‘লা পাঠ করার সময় ‘সুবহানা রবিবয়াল আ‘লা আল-মুকতাদিরাহ’ পাঠ করা যাবে কি?

 

উত্তর: ইমাম ‘সাবিবহিসমা রবিবকাল আ‘লা’ পাঠ করলে-এর জবাবে ‘সুবহানা রবিবয়াল আলা’ বলতে হবে (আহমাদ, আবুদাঊদ, হাকেম, মিশকাত, ‘ছালাতে ক্বিরা‘আত’ অধ্যায় হা/৮৫৯; ছহীহুল জামে‘ হা/৪৭৬৬)। তবে এর সাথে ‘আল-মুকতাদিরাহ’ যোগ করার কোন প্রমাণ নেই।

 

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button