পবিত্রতা

প্রশ্ন : পেশাব করার পর ঢিলা কুলুখ নেয়া যাবে কি?

উত্তর : পানি থাকা অবস্থায় কুলুখ নেয়া শরী‘আত সম্মত নয়। পানি না পাওয়া গেলে কুলুখ নেয়া যাবে। তবে পুনরায় পানি ব্যবহার করতে হবে না (আবু দাঊদ, হা/৪৪, ১/৭ পৃ., সনদ ছহীহ; ইবনু মাজাহ, হা/৩৫৫; মুস্তাদরাক হাকেম, হা/৬৭৩)।

কুলুখ নেয়ার পর পানি নেয়া সম্পর্কে যে হাদীছ বর্ণনা করা হয়, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন (সিলসিলা যঈফাহ, হা/১০৩১-এর ভাষ্য দ্র.)।

তবে পেশাবের ছিটা কাপড়ে লেগে যাওয়ার আশংকা থাকলে ইসলাম তার জন্য সুন্দর বিধান দিয়েছে। আর তা হল, ওযূ করার পর হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দেয়া। যেমন- كَانَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم إِذَا بَالَ يَتَوَضَّأُ وَيَنْتَضِحُ ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন পেশাব করতেন, তখন ওযূ করতেন এবং পানি ছিটিয়ে দিতেন’ (আবু দাঊদ, হা/১৬৬ ও ৬৭, ১/২২ পৃ.; মিশকাত, হা/৩৬৬, পৃ. ৪৩; বঙ্গানুবাদ মিশকাত, হা/৩৩৮, ২/৬৮ পৃ.)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞

এই বিষয়ের সাথে সম্পর্কিত অন্যান্য লিখা

Back to top button