পবিত্রতা
প্রশ্ন : ওযূ করার সময় অঙ্গগুলো তিনবারের বেশী বা কম হয়ে গেলে গোনাহগার হ’তে হবে কি?
উত্তর : ওযূ করার সময় অঙ্গগুলো তিনবারের বেশী ধৌত করা হাদীছের ভাষ্যমতে যুলুম, সীমালংঘন ও অবাধ্যতা।
আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল ‘আছ (রাঃ) বলেন, একজন বেদুঈন রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকট এসে তাকে ওযূ সম্বন্ধে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ (ছাঃ) তাকে ওযূর অঙ্গ সমূহ তিন-তিনবার করে ধৌত করে দেখালেন। আর বললেন, এভাবেই ওযূ করতে হয়। যে ব্যক্তি এর চাইতে বৃদ্ধি করল, সে অন্যায় করল, সীমালঙ্ঘন ও যুলুম করল (নাসাঈ হা/১৪০; ছহীহাহ হা/২৯৮০)।
তবে কম-বেশী করলে তাতে ওযূ হয়ে যাবে (নববী, আল-মাজমূ‘ ১/৪৪০; ফাৎহুল বারী ১/২৩৪; নায়লুল আওত্বার ১/২১৮)।
উল্লেখ্য যে, হাদীছে তিন বারের কথা বলা হয়েছে, তিন অঞ্জলী নয়। সুতরাং কারো অঙ্গ ধৌত করতে অধিক পানির প্রয়োজন হ’লে নিতে পারবে এবং তা সীমালংঘন হবে না (নববী, শরহ মুসলিম ৩/১০৯; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদা-দারব ৫/৪৬) ।
সূত্র: মাসিক আত-তাহরীক।