পবিত্রতা
প্রশ্ন : কায়িক শ্রমরত ঘর্মাক্ত শ্রমিক ছালাতের ওয়াক্ত হয়ে গেলে সময়স্বল্পতার কারণে কেবল ওযূ করে ছালাতে যোগদান করতে পারবে কি, না গোসল করতে হবে?
উত্তর : উক্ত অবস্থায় কেবল ওযূ করলেই যথেষ্ট হবে। কারণ ছালাতের জন্য শর্ত হ’ল ওযূ করা (মায়েদাহ ৫/৬)।
তবে এমতাবস্থায় গোসল করার সুযোগ থাকলে তা করাই উত্তম হবে। কেননা শরীরে
অতিরিক্ত ঘাম থাকলে, তার গন্ধে পাশের মুছল্লী কষ্ট পেতে পারে (বুখারী হা/৯০২; মুসলিম হা/৮৪৭)। আর পাশের মুছল্লী কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না (ইবনু হিববান হা/২০৯০, সনদ ছহীহ)।
সূত্র: মাসিক আত-তাহরীক।