ডঃ জাকির নায়েক এর প্রশ্নোত্তর পর্ব সমগ্র

অমুসলিমকে সালাম দেয়া যাবে কি?

প্রশ্ন : অমুসলিমকে সালাম দেয়া যাবে কি?

উত্তর :- আলহামদুলিল্লাহ্‌

ঈব্রাহীম (আঃ) তাঁর পিতাকে বলেন যিনি ছিলেন অমুসলিম –

‘‘তিনি বললেন- তোমাকে সালাম, আমি অবশ্যই আমার প্রভুর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব।’’ সুরা মরিয়াম-১৯, আয়াত-৪৭

যদি আল্লাহর নবী অমুসলিমকে সালাম দিতে পারে তবে আমরা কেন পারবোনা। আল্লাহ আরো বলেন –

‘‘মুসা ও হারুন (আঃ) ফিরআউনের কাছে গিয়ে বলছিলেন ‘‘আমরা নিশ্চই তোমার কাছে এসেছি তোমার প্রভুর কাছ হতে নির্দেশ নিয়ে। আর সালাম তাদের উপরে যে পর্থনির্দেশ অনুকরন করে’’ সুরা ত্বাহা-২০, আয়াত-৪৭

এছাড়াও –

‘‘আমাদের জন্য আমাদের কাজ আর তোমাদের জন্য তোমাদের কাজ। তোমাদের প্রতি সালাম’’। সুরা কাস-২৮, আয়াত-৫৫

রাসূল (ﷺ) যখন বিভিন্ন দেশের শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখছিলেন সেখনেও তিনি বলছিলেন –

‘‘তাদেঁর উপর সালাম যারা সঠিক পথ অনুসরন করে।’’

এছাড়াও সুরা ফুরকান-২৫, আয়াত-৬৩-তে অমুসলিমগনকে সালাম দেয়া উল্লেখ রয়েছে, যখন মুসলিমকে সালামদেবে তার প্রতি উত্তর দেয়া উচিৎ-‘ ওয়ালাইকুম’ যা রাসূল (ﷺ) দিয়েছেন।

সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন – উত্তর পর্ব সমগ্র

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button