পবিত্রতা
প্রশ্ন : আমাদের অফিসে সবগুলো টয়লেটে কমোড বসানো। তাই বসে পেশাব করার কোন উপায় নেই। এক্ষণে দাঁড়িয়ে পেশাব করা জায়েয হবে কি?
উত্তর : এরূপ বাধ্যগত পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা যায়। হুযায়ফা (রাঃ) হ’তে
বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) একদা একটি গোত্রের ডাষ্টবিনে দাঁড়িয়ে পেশাব
করেন। বলা হয়েছে যে, সেটি ছিল ওযর বশতঃ (বুখারী হা/২২৪; মুসলিম হা/২৭৩; মিশকাত হা/৩৬৪ ‘পবিত্রতা’ অধ্যায়)। তবে যেন পেশাবের ছিটা কাপড়ে না লাগে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৩৮)।
বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) একদা একটি গোত্রের ডাষ্টবিনে দাঁড়িয়ে পেশাব
করেন। বলা হয়েছে যে, সেটি ছিল ওযর বশতঃ (বুখারী হা/২২৪; মুসলিম হা/২৭৩; মিশকাত হা/৩৬৪ ‘পবিত্রতা’ অধ্যায়)। তবে যেন পেশাবের ছিটা কাপড়ে না লাগে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৩৮)।
বসে পেশাব করাই শরী‘আতের বিধান। তাই অফিস কর্তৃপক্ষকে শরী‘আতের বিধানটি জানিয়ে বসার উপযোগী কমোড স্থাপনের জন্য জোর দাবী জানাতে হবে।
সূত্র: মাসিক আত-তাহরীক।