পবিত্রতা
প্রশ্ন : টয়লেটের মধ্যে ওযূ করার পূর্বে বিসমিল্লাহ বলা যাবে কি?
উত্তর : ওযূর পূর্বে সর্বাবস্থায় বিসমিল্লাহ পাঠ করবে। এটি পাঠ করা গুরুত্বপূর্ণ সুন্নাত (তিরমিযী হা/২৫ প্রভৃতি; মিশকাত হা/৪০২; ফাতাওয়া লাজনাহ দায়েমাহ ৫/৯৪; শারহুল মুমতে‘ ১/১৬০)।
এছাড়া টয়লেটের ভিতরে যেকোন দো‘আ পাঠে বাধা নেই (মুসলিম হা/৩৭৩; মিশকাত হা/৪৫৬)। কেবল পেশাব-পায়খানারত অবস্থায় দো‘আ সহ সকল প্রকার যিকির থেকে বিরত থাকবে (বুখারী হা/৩৩৭; মুসলিম হা/৩৬৯; মিশকাত হা/৫৩৫)।
সূত্র: মাসিক আত-তাহরীক।