পবিত্রতা

প্রশ্ন : গোসল করার সময় বস্ত্রহীন থাকা যাবে কি?

উত্তর : মানব চক্ষুর অন্তরালে কিংবা বাথরুমের মধ্যে হ’লে যাবে (বুখারী হা/২৭৯, ৩৪০৪; মিশকাত হা/৫৭০৭, ৫৭০৬)

রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে’ (নাসাঈ হা/৪০৬; মিশকাত হা/৪৪৭)

রাসূলুল্লাহ (ছাঃ)-এর গুপ্তাঙ্গ কখনো দেখেননি বলে আয়েশা (রাঃ) বর্ণিত হাদীছটি যঈফ (ইবনু মাজাহ হা/৬৬২)

এছাড়া যায়েদ বিন হারেছাহকে আলিঙ্গনের সময় রাসূল (ছাঃ) নগ্ন হয়ে গিয়েছিলেন মর্মে আয়েশা (রাঃ) বর্ণিত হাদীছটিও যঈফ এবং এর অর্থ তাঁর দেহের উপরাংশের কাপড় পড়ে গিয়ে নগ্ন হওয়া (তিরমিযী হা/২৭৩২; মিশকাত হা/৪৬৮২; তুহফা হা/২৭৩২)

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button