পবিত্রতা
প্রশ্ন : গোসল করার সময় বস্ত্রহীন থাকা যাবে কি?
উত্তর : মানব চক্ষুর অন্তরালে কিংবা বাথরুমের মধ্যে হ’লে যাবে (বুখারী হা/২৭৯, ৩৪০৪; মিশকাত হা/৫৭০৭, ৫৭০৬)।
রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে’ (নাসাঈ হা/৪০৬; মিশকাত হা/৪৪৭)।
রাসূলুল্লাহ (ছাঃ)-এর গুপ্তাঙ্গ কখনো দেখেননি বলে আয়েশা (রাঃ) বর্ণিত হাদীছটি যঈফ (ইবনু মাজাহ হা/৬৬২)।
এছাড়া যায়েদ বিন হারেছাহকে আলিঙ্গনের সময় রাসূল (ছাঃ) নগ্ন হয়ে গিয়েছিলেন মর্মে আয়েশা (রাঃ) বর্ণিত হাদীছটিও যঈফ এবং এর অর্থ তাঁর দেহের উপরাংশের কাপড় পড়ে গিয়ে নগ্ন হওয়া (তিরমিযী হা/২৭৩২; মিশকাত হা/৪৬৮২; তুহফা হা/২৭৩২)।
সূত্র: মাসিক আত-তাহরীক।