পবিত্রতা
প্রশ্ন : কৃত্রিম দাঁতের পাটি ওযূ এবং ফরয গোসলের সময় খুলে রাখতে হবে কি?
উত্তর : কৃত্রিমভাবে লাগানো দাঁতের পাটি বা দাঁত খোলার প্রয়োজন নেই। ভালভাবে কুলি করাই যথেষ্ট হবে। আল্লাহ বলেন, ‘তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর’ (তাগাবুন ৬৪/১৬)।
রাসূল (ছাঃ) জনৈক ছাহাবীর নাক যুদ্ধে ভেঙ্গে গেলে তাকে স্বর্ণের নাক লাগানোর নির্দেশ দেন (আবুদাউদ হা/৪২৩২; মিশকাত হা/৪৪০০)।
কিন্তু তিনি তাকে ওযূর সময় তা খুলে রাখতে বলেছেন বা উক্ত ছাহাবী তা খুলে রাখতেন এরূপ কোন দলীল পাওয়া যায় না।
সূত্র: মাসিক আত-তাহরীক।