দৈনন্দিন

প্রশ্ন : করোনা ভাইরাসের সাথে ইমাম মাহদীর আগমনের সম্পর্ক আছে কি?

উত্তর : আলহামদুলিল্লাহ্‌
করোনা ভাইরাসের সাথে ইমাম মাহদীর কোন সম্পর্ক শরী‘আত দ্বারা প্রমাণিত নয়। বরং এটাই সঠিক যে, আল্লাহ তা‘আলা মানব জাতির আমল সংশোধনের জন্য মাঝে-মধ্যেই মহামারী পাঠিয়ে থাকেন (ছহীহুত তারগীব হা/১৪০৮; মাজমা‘উয যাওয়ায়েদ হা/৩৮৬৯)

উল্লেখ্য যে, একটি বর্ণনায় এসেছে যে, ‘ইমাম মাহদী আগমনের পূর্বে পৃথিবী বালা-মুছীবত বা মহামারীতে ভরে যাবে’ যার সনদ অত্যন্ত যঈফ (হাকেম হা/৮৪৩৮ ; মিশকাত হা/৫৪৫৭, সনদ যঈফ)

এই যঈফ বর্ণনার ভিত্তিতে করোনা ভাইরাসকে ইমাম মাহদী আগমনের পূর্ব লক্ষণ ধারণা করা গ্রহণযোগ্য নয়।

সূত্র: মাসিক আত-তাহরীক।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button