অন্যান্য

প্রশ্ন: শিয়া-রাফেযী ও ইহূদীদের মাঝে মিল কোথায়?

উত্তর: 

  • ইহূদীদের দাবী হচ্ছে, দাউদ আ.এর পরিবার থেকে ব্যতীত কেউ বাদশাহ হতে পারবে না।
    শিয়াদের দাবী হচ্ছে, আলী রা.এর বংশ ব্যতীত কোন বংশ থেকে কেউ ইমাম বা শাসক হতে পারবে না।
  • ইহূদীরা দেরী করে অন্ধকার হলে ইফতার করে ও সালাত আদায় করে।
    শিয়ারাও তাই করে।
  • ইহূদীরা তাওরাতকে বিকৃত করেছে।
    শিয়ারাও দাবী করে যে কুরআন বিকৃত হয়েছে।
  • ইহূদীরা মোজার উপর মাসেহ করা বৈধ মনে করে না।
    শিয়ারাও এটা জায়েয মনে করে না।
  • ইহূদীরা তাদের বিরোধীদের দমনে নেফাকীকে বৈধ মনে করে।
    শিয়ারাও তাদের বিরোধীদের সাথে ‘তুকিয়া’ (ধোকা) ব্যবহার করে।
  • ইহূদীরা মারইয়াম (আ.)এর বিরুদ্ধে অশ্লীল অভিযোগ পেশ করেছিল।
    শিয়ারাও আয়েশা (রা.)এর বিরুদ্ধে তাই করেছে।
  • ইহূদীরা জিবরাঈল (আ.)কে ঘৃণা করে।
    শিয়ারও তাই করে।
  • ইহূদীরা মানুষের সম্পদ ভোগ করা বৈধ মনে করে।
    শিয়ারাও তাই মনে করে। (তাদের পাগড়ী ধারীরা জনগনের সম্পদের এক পঞ্চমাংশ খেয়ে ফেলে)
  • ইহূদীরা তাদের বিবেক-বুদ্ধি তাদের হাকাম বা পাদ্রীর কাছে সঁপে দিয়েছে।
    শিয়ারাও তাদের বিবেক ফাকীহ (পাগড়ী ধারী) ও ইমামদের নিকট বিবেক-বুদ্ধি সঁপে দিয়েছে।
  • ইহূদীরা বিশ্বাস করে যে তাদের পাদ্রীদের মর্যাদা নবীদের চেয়ে বেশী।
    শিয়াদেরও বিশ্বাস তাদের ইমামরা নবী ও ফেরেশতাদের চেয়ে অধিক মর্যাদাবান।
  • ইহূদীদের বিশ্বাস তাদের পাদ্রীরা নিষ্পাপ।
    শিয়াদেরও বিশ্বাস তাদের ইমামরা নিষ্পাপ।
  • ইহূদীদের দাবী হচ্ছে মানবজাতির মধ্যে তারাই আল্লাহর নির্বাচিত ও পছন্দনীয় মানুষ।
    শিয়াদেরও দাবী হচ্ছে তারাই আল্লাহর দলের লোক এবং তাঁর সৃষ্টির মধ্যে সর্বো‌ৎকৃষ্ট।
  • ইহূদীরা বিশ্বাস করে যে তারা ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। ইহূদীরা যাই করুক জান্নাতে তারা যাবেই।
    শিয়াদেরও বিশ্বাস যে শিয়া ছাড়া জান্নাত কারো জন্য নয়। আমল তাদের যাই হোক জান্নাত তাদেরই।
  • ইহূদীদের বিশ্বাস যে ইহূদী ছাড়া সবাই নাপাক।
    শিয়াদেরও বিশ্বাস হলো তারা ব্যতীত সবাই নাপাক ও জারজ সন্তান।

 

তবে ইহূদীদের চেয়ে শিয়া-রাফেযীদের দাবী আরো বেশী ভয়ানক ও কু‌ৎসিত।


(১) ইহূদীদের প্রশ্ন করা হয়েছে, তোমাদের জাতির মধ্যে সর্বোত্তম কারা? তারা বলেছে, মূসা (আ.)এর সাথীরা।
নাসারাদের প্রশ্ন করা হয়েছে, তোমাদের জাতির মধ্যে সর্বোত্তম কারা? তারা বলেছে, ঈসা (আ.)এর সাথীরা।
আর শিয়া-রাফেযীদের প্রশ্ন করা হয়েছে, তোমাদের ধর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক কারা?
তারা বলেছে, মুহাম্মাদ (সা.)এর সাথীরা। অর্থা‌ৎ তাদের বিশ্বাস যে,
নবী সা.এর মৃত্যুর পর সাহাবায়ে কেরামের মধ্যে (কতিপয় সাহাবী ছাড়া) সবাই মুরতাদ কাফের হয়ে গেছে। (নাউযুবিল্লাহ)


(২) ইহূদীরা দাবী করে, সামান্য কিছু দিন ব্যতীত দোজখের আগুন তাদেরকে স্পর্শ করবে না।
কিন্তু শিয়া-রাফেযীরা বিশ্বাস করে যে, তারা কখনই দোজখে যাবে না।

(দেখুন: মিনহাজুস সুন্নাহ- ইবনে তায়মীয়া ১০/১-১১)

 

 

——————
উত্তর প্রদানে:
Sheikh Abdullah Al Kafi

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button