ব্যক্তির মর্যাদা

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ ব্যক্তি কারা?

প্রশ্নঃ আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ ব্যক্তি কারা?

উত্তর
আলহামদুলিল্লাহ।

জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ ব্যক্তি হচ্ছেন- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দশজন সাহাবী। আব্দুর রহমান বিন আওফ (রাঃ) কর্তৃক বর্ণিত হাদিসে যাদের নাম উল্লেখ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, যুবায়ের জান্নাতি, আব্দুর রহমান বিন আওফ জান্নাতি, সাদ জান্নাতি, সাঈদ জান্নাতি, আবু উবাইদা বিন আল-জার্‌রাহ জান্নাতি।[সুনানে তিরমিজি (৩৬৮০)

সাদ হচ্ছেন- ওয়াক্কাসের ছেলে‘সাদ বিন আবি ওয়াক্কাস’ (রাঃ)। আর সাঈদ হচ্ছেন- সাঈদ বিন যায়েদ (রাঃ)। এঁরাছাড়া অন্য কিছু সাহাবীকেও জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। যেমন- খাদিজা বিনতে খুওয়ালিদ (রাঃ), আব্দুল্লাহ বিন সালাম (রাঃ), উক্কাশা বিন মুহছিন প্রমুখ। তবে এ দশজনকে‘আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশব্যক্তি’ বলা হয় কারণ এক হাদিসে একসাথে এদের সকলের নাম উল্লেখ করা হয়েছে।

আল্লাহই ভাল জানেন।

সূত্রঃ Islamqa.info

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

মোঃ মামুনূর রশিদ (বকুল)

❝ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন হক ইলাহ নেই,এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।❞ যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল।
Back to top button