অন্যান্য
প্রশ্ন: যোহর নামাজের সময় ৫ মিনিট বাকি থাকলে ফরজ নামাজটা পড়ে বাকি সুন্নত কাযা পড়তে হবে নাকি না পড়লেও চলবে ?
উত্তর: সুন্নত কাযা পড়া সুন্নত; জরুরী নয়। কারণবশত: যোহরের পূর্বের সুন্নত পড়তে না পারলে ফরযের (পরের সুন্নতের) পরে তা কাযা করা বিধেয়।
হযরত আয়েশা (রাঃ) বলেন,
‘নবী (সাঃ) যোহরের পূর্বের ৪ রাকআত পড়তে না পারলে (ফরযের) পরে তা পড়ে নিতেন।’
(তিরমিযী, সুনান, তামামুল মিন্নাহ্, আলবানী ২৪১পৃ:)