প্রশ্ন : জনৈক আলেম বলেন, আমি যদি এটা করতাম, তাহ’লে এটা হ’ত’- এরূপ বলা নাজায়েয। এক্ষণে ‘আমি যদি পড়ে যেতাম, তাহ’লে হাত ভেঙ্গে যেত’ এরূপ বলা জায়েয হবে কি?
উত্তর : অতীতে ঘটে যাওয়া কিছু নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে এবং তাক্বদীরের উপর অসন্তুষ্ট হয়ে ‘যদি’ শব্দ ব্যবহার করা নিষিদ্ধ। কারণ এতে শয়তান খুশী হয়।
রাসূল (ছাঃ) বলেন, যদি কোন কিছু (বিপদ) তোমার উপর আপতিত হয়, তবে এরূপ বলবে না যে, যদি আমি এরূপ করতাম তবে এরূপ এরূপ হ’ত। বরং এটা বল যে, আল্লাহ যা নির্ধারণ করেছেন এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন। কেননা তোমার ‘যদি’ শব্দটি শয়তানের কার্যসিদ্ধির দুয়ার খুলে দেয় (মুসলিম হা/২৬৬৪; মিশকাত হা/৫২৯৮)।
তবে সাধারণ কথাবার্তায় বা তাক্বদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এরূপ ‘যদি’ বলাতে দোষ নেই। যেমন আবু হুরায়রা (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি নবী করীম
(ছাঃ)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল (ছাঃ)! গত রাতে একটি বিচ্ছু আমাকে দংশন করায় আমি অনেক কষ্ট পেয়েছি। রাসূল (ছাঃ) বললেন, যদি তুমি সন্ধ্যায় এ দো‘আটি পড়তে ‘আউযু বিকালিমাতিল্লা-হিত তা-ম্মা-তি মিন শাররি মা-খালাক্ব’। অর্থাৎ আমি পূর্ণাঙ্গ কালেমা দ্বারা আল্লাহর নিকট তার সৃষ্টির অনিষ্ট থেকে পানাহ চাচ্ছি’। তাহ’লে সে তোমার ক্ষতি করতে পারত না’ (মুসলিম হা/২৭০৯; মিশকাত হা/২৪২৩)।
সূত্র: মাসিক আত-তাহরীক।