প্রশ্নঃ আমার অনেক শিক্ষক আছে যারা অমুসলিম। তাদের কি সালাম দেওয়া যাবে?
উত্তরঃ না কোন অমুসলিম কে সালাম দেয়া যাবে না
অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم” إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ ”.
আনাস ইবনু মালিক (রাঃ) তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ
যখন কোন আহলে কিতাব তোমাদের সালাম দেয়, তখন তোমরা বলবে ওয়া আলাইকুম (তোমাদের উপরও)।
[২৯৬২; মুসলিম ৩৯/৪, হাঃ ২১৬৩, আহমাদ ১১৯৪৮] আধুনিক প্রকাশনী- ৫৮১৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭১১) সহিহ বুখারী, হাদিস নং ৬২৫৮ হাদিসের মান: সহিহ হাদিস।
রাসূলুল্লাহ [সা.] বলেন, তোমরা ইহূদী ও নাছারাদেরকে প্রথমে সালাম দিবে না।
(মুসলিম, মিশকাত হা/৪৬৩৫)।
তবে যদি তারা সালাম দেয় তবে শুধু ওয়াআলাইকুম (আপনার উপরেও) বলে উত্তর দিতে হবে।
[মুত্তাফাক্ব আলাইহ,মিশকাত হা/৪৬৩৭]আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইয়াহুদি-খ্রিষ্টানদেরকে প্রথমে সালাম দিয়ো না। যখন পথিমধ্যে তাদের কারো সাথে সাক্ষাৎ হবে, তখন তাকে পথের এক প্রান্ত দিয়ে যেতে বাধ্য করো।
[মুসলিম ২১৬৭, তিরমিযি ২৭০০, আবু দাউদ ১৪৯, আহমদ ৭৫১৩,৭৫৬২, ৮৩৫৬, ৯৪৩৩, ৯৬০৩, ১০৪৪১৮]।