অন্যান্য
প্রশ্ন: প্রেগন্যান্ট অবস্থায় মহিলাদের জন্য নির্দিষ্ট কোন আমল আছে কি?
উত্তর: প্রেগন্যান্ট অবস্থায় বিশেষ কোন আমল কুরআন-হাদিসে বর্ণিত হয়নি। তবে এ অবস্থায় যথাসম্ভব কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির, তাসবীহ, তাহলীল পাঠ করবে এবং বেশি বেশি নেকীর কাজ চেষ্টা করবে এবং সব ধরণের অন্যায়, অশ্লীল এবং গুনাহের কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবে। এতে আশা করা যায়, গর্ভস্থ সন্তানের ওপর এর প্রভাব পড়বে।
আল্লাহু আলাম।
➖➖➖➖➖➖➖
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব