অন্যান্য

প্রশ্ন: আমরা অনেক জায়গায় দেখি, গর্ভবতী মহিলারা গর্ভের ১ম মাসে সুরা আলে ইমরান, ২য় মাসে সুরা ইউসুফ… এ ভাবে আমল করে। এটা কী সঠিক?

উত্তর: গর্ভাবস্থায় মহিলাদের জন্য বিশেষ কোন আমল কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তাই গর্ভ ধারণের প্রথম মাসে সূরা আলে ইমরান, ২য় মাসে সূরা ইউসুফ এভাবে আমল করা বিদআতের অন্তর্ভূক্ত।

 


গর্ভাবস্থায় বিশেষ কোন সূরা পাঠ, দুআ পাঠ বা আমল করলে যদি উপকার হত তাহলে নি:সন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করে যেতেন আর সাাহাবীগণ অবশ্যই আমল করতেন। সুতরাং সূফী ও বিদআতীদের তৈরি করা এ সকল বানোয়াট ও ভিত্তিহীন আমল করা থেকে বিরত থাকা জরুরি।

 

তবে সাধারণ ভাবে যথাসম্ভভ নেককাজ করবে, কুরআন তিলাওয়াত, তাসবীহ, যিকির আযকারের প্রতি যত্নশীল হবে, সালাতে পবন্দ হবে এবং গান-বাজনা, ফিল্ম দেখা ইত্যাদি সকল প্রকার গুনাহ কাজ থেকে দূরে অবস্থান করবে। তাহলে এতে নিজে যেমন উপকৃত হবে তেমনি আল্লাহ চাইলে এটি তার গর্ভস্থ সন্তানের উপর প্রভাব ফেলবে।


আল্লাহু আলাম

 


➖➖➖➖➖➖➖
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button