অন্যান্য
প্রশ্নঃ দোকানে পুতুল জাতীয় জিনিস বিক্রি করা কি যায়েজ?
উত্তরঃ ছবি ও মূর্তিতে যেহেতু পৌত্তলিকতা আছে, সেহেতু তা ঘরে ও রাস্তার মোড়ে স্থাপন করা বৈধ নয়।
মূর্তি থেকেই পৃথিবীর ইতিহাসে প্রথম মূর্তিপূজা শুরু হয়েছে নূহ (আঃ) এর যুগে। তাই ইসলাম মূর্তি ও মূর্তিপূজার ঘোর বিরোধী। সে জন্যই শরিয়তের নির্দেশ হলো,
“ কোন (বিচরণশীল প্রাণীর) ছবি বা মূর্তি দেখলেই তা নিশ্চিহ্নকরে দেবে এবং কোন উঁচু কবর দেখলে তা সমান করে দেবে।”
(মুসলিম ৯৬৯ নং )
রাসুলুল্লাহ (সঃ) বলেছেন,
“ কিয়ামতের দিনে ছবি বা মূর্তি নির্মাতাদের সর্বাধিক কঠিন শাস্তি হবে”
(বুখারি ৫৯৫০, মুসলিম ২১০৯) ।
সে ঘরে (রহমতের) ফিরিশতা প্রবেশ করেন না, যে ঘরে কুকুর থাকে এবং সে ঘরেও নয়, যে ঘরে ছবি ও মূর্তি থাকে।
(বুখারি ও মুসলিম )
আল্লাহ যা হারাম করেছে তার বিক্রয় মূল্য ও হারাম করেছেন।