অন্যান্য
প্রশ্ন : আরাফার দিন জিবরীল (আঃ) দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন কি?
উত্তর : জিবরীল নন, স্বয়ং আল্লাহ তা‘আলা আরাফার দিনে প্রথম আকাশে নেমে আসেন।
রাসূল (ছাঃ) বলেন, ‘আরাফার দিন ব্যতীত অন্য কোন দিন আল্লাহ এত অধিক পরিমাণ লোককে জাহান্নাম থেকে মুক্ত করেন না। ঐদিন তিনি নিকটবর্তী হন। অতঃপর আরাফাহ ময়দানের হাজীদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করে বলেন, দেখ ঐ লোকেরা কি চায়’? (মুসলিম হা/১৩৪৮; মিশকাত হা/২৫৯৪; ছহীহাহ হা/২৫৫১)।
অন্য বর্ণনায় রয়েছে, তিনি প্রথম আকাশে অবতরণ করেন (ইবনু হিববান, ছহীহুল জামে‘ হা/১৩৬০)।
সূত্র: মাসিক আত-তাহরীক।