অন্যান্য
প্রশ্ন : জনৈক আলেম বলেন, অমুসলিম কারু মৃত্যুতে শোক প্রকাশ করা, ব্যথিত হওয়া মুনাফেকীর লক্ষণ। একথার সত্যতা আছে কি?
উত্তর : কথাটি ভিত্তিহীন। বরং মানুষ হিসাবে সবার প্রতি সমবেদনা দেখানো যাবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া প্রদর্শন কর, আসমানবাসী (আল্লাহ) তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন’ (আবুদাউদ হা/৪৯৪১; মিশকাত হা/৪৯৬৯; ছহীহাহ হা/৯২৫)।
… জনৈক ইহূদী বালক রাসূল (ছাঃ)-এর খিদমত করত। সে অসুস্থ হ’লে রাসূল (ছাঃ) তাকে দেখতে যান (বুখারী হা/১৩৫৬; মিশকাত হা/১৫৭৪)।
তবে যারা ইসলামের প্রকাশ্য শত্রু তাদের মৃত্যুতে ব্যথিত হওয়া বা শোক প্রকাশ করা যাবে না। এরূপ শত্রুদের বিরুদ্ধে রাসূল (ছাঃ) এক মাস যাবৎ বদ দো‘আ করেছেন (বুখারী হা/২৮০১; মুসলিম হা/৬৭৭)।
সূত্র: মাসিক আত-তাহরীক।