অন্যান্য
প্রশ্ন : আমার পিতা এক ব্যক্তির কাছে তাঁর পৈত্রিক জমি বিক্রি করে মারা গেছেন প্রায় দশ বছর পূর্বে। কিন্তু বর্তমানে সেই জমির মালিক অন্য একজন প্রমাণিত হয়েছে। এক্ষণে পিতার জমির ক্রেতা সেই জমির বর্তমান মূল্য দাবী করে। সন্তান হিসাবে তা কি পরিশোধ করতে হবে?
উত্তর : উক্ত জমির মূল্য ফেরৎ দেওয়া সন্তানের জন্য আবশ্যক নয়। আল্লাহ বলেন, ‘একের পাপের বোঝা অন্যে বহন করবে না’ (আন‘আম ৬/১৬৪)।
এক্ষণে সন্তান যদি জমির ক্রেতাকে মূল্য ফেরৎ দেয়, তবে বিষয়টি উভয়পক্ষ মীমাংসার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে সমাধা করতে হবে। এক্ষেত্রে ক্রেতার জন্য জানা আবশ্যক হবে যে, সন্তান তা পরিশোধ করতে বাধ্য নয়। সুতরাং নমনীয়
দৃষ্টিভঙ্গি নিয়ে মীমাংসা করতে হবে।
দৃষ্টিভঙ্গি নিয়ে মীমাংসা করতে হবে।
সূত্র: মাসিক আত-তাহরীক।