অন্যান্য
প্রশ্ন : অনেক মাদরাসায় প্রাপ্তবয়স্কা ছাত্রীদেরকে উন্মুক্ত স্থানে পিটি, গান, গযল ইত্যাদি করানো হয়। শরী‘আতে এর বিধান কি?
উত্তর : উন্মুক্ত স্থানে এধরনের কাজ সম্পূর্ণ নিষিদ্ধ
(নূর ২৪/৩১)।
আল্লাহ তা‘আলা পুরুষকে শক্তিধর এবং নারীকে দুর্বল ও পুরুষের
জন্য আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। এজন্য মাহরাম ব্যতীত কোন নারী যখন
পরপুরুষের সঙ্গে নির্জনে একত্রিত হয়, সেখানে তৃতীয়জন থাকে শয়তান’ (তিরমিযী,
মিশকাত হা/৩১১৮)।
তিনি বলেন, নারী হ’ল গোপন বস্ত্ত। যখন সে বের হয়, শয়তান তার পিছু নেয়’ (তিরমিযী হা/১১৭৩; মিশকাত হা/৩১০৯)।
অতএব তার কণ্ঠস্বরও গোপন। আল্লাহ বলেন, নারীরা যেন এমনভাবে না চলে, যাতে তাদের গোপন সৌন্দর্য প্রকাশিত হয়ে পড়ে’ (নূর ২৪/৩১)।
খেলাধুলা বা গান-গযলে তা আবশ্যিকভাবে হয়ে
থাকে। সেকারণ প্রাপ্ত বয়স্ক হৌক চাই অপ্রাপ্ত বয়স্ক হৌক নারীদের গান-গযল, খেলাধুলা প্রভৃতি নির্দোষ বিনোদন নারীদের মাঝে পর্দার মধ্যে সীমাবদ্ধ থাকাই আবশ্যক। তাতে নারীর স্বভাবজাত লজ্জাশীলতা অক্ষুণ্ণ থাকবে।
সূত্র: মাসিক আত-তাহরীক।