অন্যান্য
প্রশ্ন : একবার বিসমিল্লাহ পড়ে অনেকগুলি পশু একাধারে যবেহ করা যাবে কি?
উত্তর : প্রত্যেক প্রাণীর জন্য পৃথকভাবে বিসমিল্লাহি
আল্লাহু আকবার বলে যবেহ করা কর্তব্য (আন‘আম ৬/১১৮-১১৯; বুখারী হা/৫৫৬৫,
তিরমিযী হা/১৫২১, ইরওয়া হা/২৫৩৬)।
তিরমিযী হা/১৫২১, ইরওয়া হা/২৫৩৬)।
তবে কোন আধুনিক যন্ত্রের মাধ্যমে এক সাথে
বহু প্রাণী যবেহ করা সম্ভব হ’লে একবার দো‘আ পাঠ করাই যথেষ্ট হবে।
সূত্র: মাসিক আত-তাহরীক।