অন্যান্য
প্রশ্ন : বিশ বছর পূর্বে আমার দাদারা আমাদের মসজিদটি আহমাদিয়া জামা‘আতের নামে লিখে দিয়ে তাদের অন্তর্ভুক্ত হন। বর্তমানে তারা কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী আমল করছেন। কিন্তু মসজিদ তাদের নামেই লেখা আছে। এক্ষণে আমাদের করণীয় কি?
উত্তর : আদালতে ঘোষণাপত্র দলীল সম্পাদনের মাধ্যমে উক্ত রেজিস্ট্রি পরিবর্তন করে নতুনভাবে
রেজিস্ট্রি করার জন্য চেষ্টা করতে হবে। অন্যথায় সুযোগ সন্ধানীরা পুনরায় মসজিদটি দখলের অপচেষ্টা চালাবে। এখুনি নাম পরিবর্তন করা না গেলেও উক্ত মসজিদে বিশুদ্ধ আক্বীদা ও আমলসম্পন্ন ইমামের পিছনে ছালাত আদায়ে কোন বাধা নেই। মনে রাখতে হবে যে, আহমাদিয়া জামা‘আত শেষনবী হিসাবে মুহাম্মাদ (ছাঃ)-কে
মানেনা। সেকারণ ওরা মুসলমান নয়। ওদের নবী হ’ল পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান শহরের ভন্ডনবী গোলাম আহমাদ কাদিয়ানী।
মানেনা। সেকারণ ওরা মুসলমান নয়। ওদের নবী হ’ল পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান শহরের ভন্ডনবী গোলাম আহমাদ কাদিয়ানী।
সূত্র: মাসিক আত-তাহরীক।