অন্যান্য
প্রশ্নঃ তেলাওয়াতের সেজদা দিতে ভুলে গেলে গুনাহ হবে?
উত্তর: তেলাওয়াতের সেজদা অধিক বিশুদ্ধ অভিমত অনুযায়ী সুন্নত; ওয়াজিব নয়। সুতরাং কেউ যদি ভুল বশত: সেজদা না দেয় তাহলে গুনাহ হবে না ইনশাআল্লাহ। এমনি ইচ্ছাকৃতভাবে কখনো সেজদা না দেয়া হলে গুনাহ হবে না তবে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ না করাই ভালো।
আল্লাহু আলাম।