অন্যান্য
প্রশ্নঃ মুসহাফ (গ্রন্থ) থেকে কোরআন মাজীদ পড়লে যে নেকি হয় কুরআনের অ্যাপস থেকে পড়লে একই নেকি হবে?
উত্তর: হাদিসের ভাষ্য অনুযায়ী, কুরআন তিলাওয়াত করলে প্রতিটি অক্ষরে একটি করে নেকি হয়-যা দশটি নেকির সমপরিমাণ। সুতরাং আল্লাহ যদি কবুল করেন তাহলে কুরআনে কারীম তেলাওয়াতের উক্ত সওয়াব পাওয়া যাবে- চাই মুসহাফ (গ্রন্থ) দেখে পড়া হোক বা মোবাইল ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ বা অন্য কিছু দেখে পড়া হোক। এমনকি মুখস্থ পড়লেও সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।
▬▬▬▬●◈●▬▬▬▬
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল (মাদানি)
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব