অন্যান্য

প্রশ্ন: আমি জানতে চাই, যখন আযান দেয় তখন আমরা যদি কুরআন তিলাওয়াতে রত থাকি তখন কুরআন তিলাওয়াত বন্ধ করে আযানের উত্তর দিব নাকি কুরআন পড়া শেষ হলে আযানের উত্তর দিব?

উত্তর: কুরআন তিলাওয়াতের সময় আযান শুনলে করণীয় হল, কুরআন তিলাওয়াত বন্ধ রেখে আযানের জবাব দেয়া। আযানের সময় তার জবাব দেয়া অধিক উত্তম অন্যান্য নফল ইবাদতের চেয়ে। কেননা আযানের সময় সংক্ষিপ্ত আর কুরআন তিলাওয়াতের সময় প্রশস্ত। আযানের জবাব দেয়ার পর পূনরায় কুরআন তিলাওয়াত করার সুযোগ রয়েছে। আল্লাহু আলাম।

▬▬▬▬●◈●▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

 

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button