অন্যান্য
প্রশ্ন: আমার ছোট ভাই মসজিদের ইমাম ছিলেন সে গত ১মাস ২ দিন আগে মারা যায়। তার রেখে যাওয়া কোন কিছুই নাই। শুধু স্ত্রী ব্যাতিত। এখন তার স্ত্রীর জন্য আমাদের পক্ষ থেকে করনিয় কি?
উত্তর: আপনার ভাইয়ের স্ত্রী যদি নতুন বিবাহে সম্মতি থাকে তাহলে
মেয়ের দেবর (অর্থাৎ আপনার অন্য ভাইদের মধ্যে কেউ)চাইলে তাকে বিয়ে করতে পারে।
আর মেয়ে চাইলে তার বাবার কাছে থেকে অন্যকোথাও বিয়ে করতে পারে।
তবে ইদ্দত পূরন করতে হবে।
এ বিষয়ে পবিত্র কুরআনে বলা হয়েছে,তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করবে, তাদের স্ত্রীদের কর্তব্য হলো চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করা। অতঃপর যখন ইদ্দত (চার মাস দশ দিন) পূর্ণ করে নেবে, তখন তারা নিজেদের ব্যাপারে বিধিমত ব্যবস্থা নিলে তাতে কোন পাপ নেই। আর তোমরা যা কর, আল্লাহ্ সে সম্পর্কে সবিশেষ অবগত আছেন। সূরা আল বাকারা: ২৩৪
আপনারা পারিবারিক ভাবে আলোচনা করে সমাধান করে নিন।
জাযাকাল্লাহ খাইরন।