অন্যান্য
প্রশ্ন: কোন মুসলিম বা অমুসলিমকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কি?
উত্তর: জন্মদিবস, মৃত্যুদিবস, শোক দিবস সহ যত দিবস পালিত হয়, তার সাথে ইসলামের কোনই সম্পর্ক নেই। এগুলি জাহেলিয়াত ( অজ্ঞতা) এবং বিজাতীয় অপসংস্কৃতি মাত্র।
অতএব এগুলি পালন করা, এর জন্য শুভেচ্ছা জানানো, কার্ড পাঠানো ইত্যাদি সবই নিষিদ্ধ।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
‘যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি (কিয়ামতের দিন) তাদের অন্তর্ভুক্ত হবে’
(আবুদাঊদ, মিশকাত হা/৪৩৪৭)।