অন্যান্য

প্রশ্ন: ‘লা-ইলা-হা ইল্লাল্লাহ’ এই বাক্যের মর্ম কি? এর মধ্যে কয়টি অংশ রয়েছে এবং কি কি?

উত্তর: এই বাক্যের মর্মার্থ: ‘আল্লাহ ছাড়া সত্য কোনও মা’বূদ নেই’। এখানে দু’টি অংশ রয়েছে, যথা:

(এক) না-বাচক: ‘লা ইলা-হা’ মানে (নেই কোন মা’বুদ) এই বাক্যের মাধ্যমে আল্লাহ ব্যতীত অন্য যত কিছুর উপাসনা করা হয়, সব কিছুকেই বাতিল বলা হয়েছে। যেমন: মূর্তি, কবর, মাযার, মৃত ওলী-আওলিয়া, গাউছ, কুতুব, পীর-বাবা, ফকীর-বাবা, মাযারের মাটি, পানি কিংবা ছাই সোলেমানি পাথর, তাবীজ, মাদুলী, ব্রেচলেইট ইত্যাদি আরো নামে বে-নামে যে সব জিনিসের কাছে মানুষ কোন আশা-ভরসা নিয়ে গমন করে, অগাধ ভক্তি, তা’জীম ও বিশ্বাস নিয়ে কোন কিছু পেতে চায়, এরকম সকল বস্তুই এক একটা মিথ্যা ইলাহ। “লা-ইলা-হা” বলে প্রথমেই এসব মিথ্যা মা’বূদ থেকে নিজেকে মুক্ত ও সম্পর্ক ছিন্ন ঘোষণা করা হয়েছে।

 

(দুই) হাঁ বাচক;- ‘ইল্লাল্লাহ’-মানে আল্লাহ ছাড়া। অর্থাৎ সত্য ও প্রকৃত ইলাহ একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। এর দ্বারা শুধু মাত্র আল্লাহকেই সত্য মা’বূদ বলে দৃঢ়তার সাথে স্বীকৃতি দেয়া হয়েছে।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button