গীবত থেকে বাঁচার অভিনব পদ্ধতি!
ইমাম ইবনে ওয়াহাব রহ.। হিজরী দ্বিতীয় শতাব্দির বিখ্যাত মুহাদ্দিস ও ফকিহ। তিনি বলেন, আমি গীবত থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আবিষ্কার করলাম। যে দিন কারো গীবত করব, তার পরদিন নিজের অন্তরকে শাস্তি দেয়ার জন্য রোজা রাখব। কিন্তু বিষয়টি এখানে শেষ হয়নি। এভাবে রোজা রাখতে রাখতে আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। শাস্তির বিপরীতে রোজাতে আমি পরম শান্তি ও আনন্দ অনুভব করতাম। আর যে জিনিসটা আনন্দের হয়, তা শাস্তি কী করে হবে! এ কারনে রোজা রাখার পরিবর্তে গীবতের শাস্তি স্বরূপ আমি প্রতিদিন এক দিরহাম সাদকা করা শুরু করে দিলাম। এই শাস্তি আমার কাছে খুব কঠিন মনে হত। এভাবেই গীবতের রোগ থেকে আমি মুক্তি পেলাম।
( তারতিবুল মাদারিক- কাজি ইয়াজঃ ৩/২৪০)
বিঃদ্রঃ এই পদ্ধতি যারা পর্নোগ্রাফি এবং হস্তমৈথুনে আসক্ত, তারাও এপ্লাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ উপকৃত হবেন, এবং আশা করা যায় ইনশাআল্লাহ মুক্তি পাবেন
এই বাজে হারাম কাজ থেকে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এই অভ্যাসে ভুগছেন, যেদিন পর্নোগ্রাফি দেখবেন এবং হস্তমৈথুন করবেন এর পরের দিন রোজা রাখবেন এভাবে করতে এক সময়ে ইনশাআল্লাহ এই অভ্যাস থেকে মুক্তি পাবেন।