অন্যান্য

প্রশ্নঃ ইসলামে বাবা-মা,চাচা খালা-খালু ইত্যাদি মুরব্বিদেরকে কি পাঁ ছুঁয়ে সালাম করা যায়েজ আছে? কিংবা ইসলামে কি পাঁ ছুঁয়ে সালাম করা যায়েজ আছে?

আপনার জিজ্ঞাসা  ইসলামিক জিজ্ঞাসা ও জবাব ইসলামিক প্রশ্নোত্তর

উত্তরঃ একটি ইসলাম নিষিদ্ধ কাজ পা ছুঁয়ে সালাম করা

সারা পৃথিবীর মধ্যে শুধু মাত্র ভারত ও বাংলাদেশে বিশেষ করে বাঙালী সমাজে “পা ধরে সালাম করার একটি প্রথা প্রচলিত আছে।

উৎসঃ হিন্দু সমাজে বেদের শিক্ষক তথা পুরোহিত থেকে শুরু করে গুরুজনেরা মূলত ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়।
আর হিন্দু ধর্ম মতে ব্রাহ্মণরা বিশেষ করে ব্রাহ্মণ পুরোহিতরা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বরের প্রতিনিধি হিসেবে তারা সাধারণ হিন্দুদের কাছে প্রায় পূজনীয় হিসেবে বিবেচিত হয়।
মনুসংহিতাতে বেদের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে, বেদ শিক্ষার প্রতিটি পাঠের শুরুতে ও শেষে একজন ছাত্র অবশ্যই তার গুরুর দুই পা ছুঁয়ে আলিঙ্গন করবে।
এই পা ছুঁয়ে আলিঙ্গন করাকে ব্রহ্মাঞ্জলী বলা হয়।

 

• ইসলাম ধর্ম মতেঃ ইসলাম ধর্মে পা ছুঁয়ে সালাম করা নিষেধ। কেননা পা ছুঁয়ে সালাম করতে গেলে আরেকজনের সামনে মাথা নত করতে হয়।
কিন্তু ইসলাম ধর্মে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারও সামনে মাথা নত করা নিষেধ। তাই যে কাউকে পা ছুঁয়ে সালাম করা ইসলামে নিষিদ্ধ এবং শিরকের পর্যায়ে পরে।

 

আনাস(রা) বলেন, জনৈক ব্যক্তি এসে বললো হে আল্লাহর রাসুল(সাঃ), আমাদের মধ্যে কোন ব্যক্তি যখন তার কোন ভাই বা বন্ধুর সাথে সাক্ষাত করবে, তখন সে কি মাথা ঝুকাবে?
বা তাকে জড়িয়ে ধরবে? বা চুমু খাবে? তিনি বল্লেন ‘না’ লোকটি বল্ল তাহলে কি কেবল হাত ধরবে ও মুসাফা করবে? রাসুল(সাঃ) বললেন “হ্যা”।
(তিরমিজী, মিশকাত: ৪৬৮০)

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button