লেনদেন ও ব্যবসা

প্রশ্ন : বন্দকী জমি চাষাবাদ করা যাবে কি?

উত্তর : বন্দকী বলতে সাধারণত দু’ধরনের পদ্ধতিকে বুঝায়।

প্রথমতঃ একটি নির্দিষ্ট পরিমাণ সময় ও অর্থের বিনিময়ে জমি গ্রহণ করে তাতে চাষাবাদ করে জমি মালিককে ফিরত দেয়া।

দ্বিতীয়তঃ জমির মালিক কারো কাছে জমি রেখে পরিমাণমত টাকা নেয়। জমির মালিক ঋণকৃত সম্পূর্ণ টাকা ফিরত দিলে মালিককে জমি ফেরত দেয়া হয়। এর মাঝে কেটে যাওয়া সময়ে টাকার মালিক জমিটা ভোগ করে, যা সূদের সাথে সম্পৃক্ত। সুতরাং এটা বৈধ নয়, বরং হারাম। তবে গ্রামে-গঞ্জে চালু থাকা প্রথম প্রকার জায়েযের ব্যাপারে আলেমদের মাঝে কোন দ্বিমত নেই, যাকে অনেকে খাই-খালাসী বলে থাকে।

ইবনু কুদামা আল-মাক্বদেসী (রাহিমাহুল্লাহ) বলেন, যদিও ঋণগ্রহীতা ঋণদাতাকে জমি চাষের ব্যাপারে অনুমতি দেয় আর তা যদি ঋণের জন্যই হয়ে থাকে, তাহলে ঋণদাতা চাষাবাদ করতে পারবে না। কারণ ঋণের উপর সে চলমান কোন উপকার নিচ্ছে- যা স্পষ্ট হারাম (আল-মুগনী, ৯ম খণ্ড, পৃ. ২৪৩)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Mahmud Ibn Shahid Ullah

"যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?" আমি একজন তালিবুল ইলম। আমি নিজেকে ভুলের উর্ধ্বে মনে করি না এবং আমিই হক্ব বাকি সবাই বাতিল এমনও ভাবিনা। অতএব, আমার দ্বারা ভুলত্রুটি হলে নাসীহা প্রদানের জন্যে অনুরোধ রইল। ❛❛যখন দেখবেন বাত্বিল আপনার উপর সন্তুষ্ট, তখন বুঝে নিবেন আপনি ক্রমের হক্ব থেকে বক্রপথে ধবিত হচ্ছেন।❞
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button