কসম ও মান্নত

প্রশ্নঃ কেউ যদি অবৈধ বা শিরক নযর মেনে থাকে, তাহলে জানার পরে নযর পালন করার আগে সে কি করতে পারে?

অবৈধ বা শিরক নযর পালন করা অবৈধ। তাকে তওবা করতে হবে এবং কসমের কাফফারা আদায় করতে হবে। দশটি মিসকিনকে খাদ্য অথবা বস্ত্র দান করতে হবে অথবা একটি গোলাম আজাদ করতে হবে। এ সবে অক্ষম হলে ৩টি রোজা রাখতে হবে। (ইবনে জিবরিন)

সূত্র: দ্বীনী প্রশ্নোত্তর
লেখক: আব্দুল হামিদ ফাইযী আল মাদানী

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button